আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এপ্রিলের দুই সপ্তাহে সিলেটে আক্রান্ত ১৬২০, মৃত্যু ১৮

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৪ ২০:০০:৩২

নিজস্ব প্রতিবেদক :: মহামারীর দ্বিতীয় ঢেউয়ে এপ্রিলের প্রথম দুই সপ্তাহে সিলেটে ১ হাজার ৬২০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো ১৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে বিভাগীয় কার্যালয় প্রেরিত করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত ১ এপ্রিল সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী ছিল ১৭ হাজার ৪৯১ জন। আর করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ছিল ২৯০।

এর ঠিক দুই সপ্তাহ পর আজ ১৪ এপ্রিলের প্রতিবেদনে দেখা যায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ১১১ জন। আর করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩০৮ জনে।

এই ১৪ দিনে আক্রান্ত ১ হাজার ৬২০ জনের মধ্যে সিলেট জেলার ১ হাজার ২৭৫ জন, সুনামগঞ্জ জেলার ৫৪ জন, হবিগঞ্জ জেলার ১৪৫ জন এবং মৌলভীবাজার জেলার ১৪৬ জন রয়েছেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিভাগে মারা যাওয়া ১৮ জনের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জ জেলার ১ জন এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৬

শেয়ার করুন

আপনার মতামত দিন