আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

আব্দুল মতিন খসরুর মৃত্যুতে ইহতেশামুল হক চৌধুরীর শোক প্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৪ ২৩:০৯:২৭

সিলেট :: কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)'র মহাসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক, কৃষিবিদ-চিকিৎসক-প্রকৌশলী কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

এক শোক বার্তায় তিনি বলেন, আব্দুল মতিন খসরু ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও আইনজীবি। তার মৃত্যুতে দেশের রাজনীতি ও আইন অঙ্গনে যে বিরাট শূণ্যতা সৃষ্টি হলো, তা সহসা পূরণ হবার নয়।

শোক বার্তায় তিনি আরো বলেন, দেশ ও জনগণের সেবায় তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। আমার বিশ্বাস তিনি তার কর্মের মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।              

উল্লেখ্য, বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু।

এর আগে, মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।


সিলেটভিউ২৪ডটকম / ১৪ এপ্রিল, ২০২১ / প্রেবি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন