আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে আরও ৬৯ জনের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৪ ২৩:৫৪:১৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ জনের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

জানা গেছে,  বুধবার (১৪ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১১ জন এবং সুনামগঞ্জ জেলার ২ জন রয়েছেন৷

অপরদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একদিনে আরও ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) রাতে শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

শাবিপ্রবির করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান,  বুধবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৯ জন, সুনামগঞ্জের ২ জন এবং হবিগঞ্জ জেলার ৬ জন।


সিলেটভিউ২৪ডটকম / ১৪ এপ্রিল, ২০২১ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন