আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জে লকডাউনে খোলা শপিং সেন্টার, জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৭ ০৪:০৩:৩১

সিলেটভিউ ডেস্ক :: গোলাপগঞ্জে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে অবৈধভাবে শপিং সেন্টার খোলা রাখা ও মাস্ক ছাড়া বাইরে ঘুরাফেরা করায় ৩টি মামলায় ১০ হাজার ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।

তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। মাস্ক ছাড়া বাইরে ঘুরাফেরা ও অবৈধভাবে শপিং সেন্টার খোলা রাখায় ৩টি মামলায় ১০ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-১৩

শেয়ার করুন

আপনার মতামত দিন