আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে রাস্তায় বালু রাখা নিয়ে সংঘর্ষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৭ ১৯:৪৬:৪১

নিজস্ব প্রতিবদেক :: সিলেটে রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) সিলেটের এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও টিওর বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিলারগাঁও টিওর বাড়ীর রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে স্থানীয় জমসিদ আলী (৭০) ও জমসিদ (৬৫)-এর মধ্যে বাদানুবাদ হয়। তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। পরে স্থানীয় মুরুব্বিগণ বিষয়টি মিমাংসা করে দিলেও এর কিছুক্ষণ পর উভয়পক্ষের লোক জড়ো হয়ে পরষ্পর গালিগালাজ শুরু করেন। পরে উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় উভয়পক্ষের জমসিদ আলী (৭০), তাহির আলী (৬৫), সাফিয়া (৩৬) ও সাহিদা (৩৪) নামের চারজন আহত হন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ জানায়।


সিলেটভিউ২৪ডটকম / ১৭ এপ্রিল, ২০২১ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন