আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শামসুদ্দিন হাসপাতালে আরো বেড়েছে রোগী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৭ ২১:৪০:৩৭

জ্যেষ্ঠ প্রতিবেদক ::  সিলেটে করোনাভাইরাসের চিকিৎসার 'ডেডিকেটেড' শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীদের সংখ্যা গত এক সপ্তাহ ধরে ৮০ থেকে ৮৪ জনে উঠানামা করছে। আজ শনিবার রাত ৯টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮৩ জন রোগী। গতকাল শুক্রবার এ সংখ্যা ছিল ৮২ জন।
 
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র আজ শনিবার রাতে সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ৮৩ জন করোনা রোগী রয়েছেন। তন্মধ্যে ৪৩ জন করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৪০ জন রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৭ এপ্রিল ২০২১/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন