আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিলেন যতজন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৮ ০০:১৮:৫৫

নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে দুই মাসের বেশি সময় ধরে টিকার প্রয়োগ চলছে দেশে। ইতিমধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন প্রায় ৫৭ লাখ মানুষ। আর দ্বিতীয় ডোজ গ্রহীতার সংখ্যা সাড়ে ১১ লাখের কিছু বেশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।  এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর থেকে সিলেট বিভাগে অব্যাহত রয়েছে টিকাদান কর্মসূচি।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৯৫ হাজার ৭৩৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ হাজার ৫৫ জন।  

প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। দেশে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় চলছে সর্বাত্মক লকডাউন। এর মধ্যেই টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ১৮ এপ্রিল, ২০২১ / পিডি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন