আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে প্রশাসনের অভিযান দেখতেও মানুষের ভিড়!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৮ ১৭:১৪:০৭

নিজস্ব প্রতিবেদক :: কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরুতে কৌতুক করে বলা হতো- এ দেশে ভয়ঙ্কর করোনা জিনিসটি দৃশ্যমান হয়ে রাস্তায় বের হলে সেটি দেখতেও ভিড় করবেন মানুষ। সেই কৌতুকের বাস্তবতা যেন ফুটে উঠলো সিলেটে। কঠোর লকডাউনে মানুষকে ঘরে ফেরাতে অভিযান দিচ্ছে প্রশাসন, করছে অর্থদণ্ডে দণ্ডিত- সেটিও ভিড় করে দেখছেন পথচারীরা।

ঘটনাটি রোববার (১৮ এপ্রিল) সিলেট নগরীর বন্দরবাজারে ঘটেছে।  

চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিন রোববার দুপুরে অভিযানে নামে সিলেটের জেলা প্রশাসন। দুপুর ১টর দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ ইশতিয়াক ইমন। এসময় মাস্ক না পরার অপরাধে ২ জনকে ৫ শ টাকা করে একহাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, জেলা প্রশাসনের অভিযান দেখতে সে সময় সেখানে ভিড় করেন শতাধিক পথচারী। এ যেন কোনো অনুষ্ঠান দেখছেন তারা। তবে পুলিশ তাদের সেখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি।

উল্লেখ্য, সিলেটে লকডাউনের ৫ম দিনে আরও কঠোর হয়েছে পুলিশ। রোববার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অভিযানে নামে। অভিযানকালে কয়েকজনকে জরিমানাও করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / ১৮ এপ্রিল, ২০২১ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন