আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় লীলা কীর্ত্তন আজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-১১ ১২:২২:৫০

সিলেট :  শ্রীশ্রী প্রভুপাদ গদাধর পণ্ডিত ও শ্রীশ্রী প্রভুপাদ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ-এর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এক লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই লীলা সংকীর্ত্তন মহোসব সরকারী স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে নিয়ম মেনে সিলেট নগরীর পল্লবী আ/এ, পনিটুলাস্থ শ্রীশ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, সোমবার (১০ মে) বিকেল ৫টায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ। পাঠ করবেন শ্রীশ্রী বিনোদ বিহারী দাস বাবুল। এদিন রাত ৮টায় শুভ অধিবাস কীর্ত্তন।  মঙ্গলবার (১১ মে) ব্রাহ্ম মুহুর্ত থেকে লীলা সংকীর্ত্তন শুরু হবে। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। বুধবার (১২ মে) দধিভাণ্ড ভঞ্জণ ও কীর্ত্তন সমাপন। লীলা সংকীর্ত্তন মহোসবে সরকারী স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে সকলকে উপস্থিত থাকতে সিলেট নগরীর পল্লবী আ/এ, পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

সিলেট ভিউ ২৪ ডটকম/পিট-৫

শেয়ার করুন

আপনার মতামত দিন