আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৫-০৭-০৫ ২১:০৮:৫৭

সিলেট, রবিবার, ০৫ জুলাই ২০১৫ :: হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর স্টেশন এলাকায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলপথ যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে রোববার (০৫ জুলাই) ভোর পাঁচটায় চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের ৬টি ট্যাংকার (বগি) রশিদপুর এলাকায় লাইনচ্যুত হয়।

রশিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বাংলানিউজকে জানান, ভোরে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যাওয়া তেলবাহী একটি ট্রেনের ৬টি ট্যাংকার রশিদপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলপথ যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পরে কমলগঞ্জ থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকেল সাড়ে ৩টায় লাইনচ্যুত ৬টি ট্যাংকার উদ্ধার করলে রেলপথ যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেটভিউ২৪ডটকম/বানি/শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন