আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

গুরুসদয় দত্তের ব্রতচারী ও রায়বেশী’র কর্মশালার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১০ ২০:২৫:১০

জকিগঞ্জ প্রতিনিধি :: বিশ্ব ব্রতচারী আন্দোলনের প্রবর্তক শ্রী গুরু সদয় দত্তের জন্মভিটা সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে গুরুসদয় দত্তের জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য ও আনন্দ এই পঞ্চব্রত পালনের প্রচেষ্টার সমন্বিত রূপ ব্রতচারী ও রায়বেশী’র উপর ৫ দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার শুরু হয়েছে।
 
কর্মশালার প্রধান সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলার কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।

হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, বীর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, আব্দুস সালাম চৌধুরী, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল, স্বাস্থ্য পরিদর্শন সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি বদরুল হক খসরু, সাবেক সহ-সভাপতি এম আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, বাংলাদেশ ব্রতচারী সমিতির প্রশিক্ষক সম্পাদক কর্মশালার প্রশিক্ষক ইথার মুর্শিদ, প্রশিক্ষক প্রিয়াংকা রায়, গুরুসদয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাস।

৫ দিনব্যাপী এই কর্মশালাটি চলবে ১৪ জানুয়ারি ২০১৭ তারিখ পর্যন্ত। ১২ থেকে ১৫ বছর বয়সী ৩০ জন শিক্ষার্থী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করছে।

সিলেটভিউ২৪ডটকম/১০জানুয়ারি,২০১৭/আহাতা/এমকেএম

শেয়ার করুন

আপনার মতামত দিন