আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আতঙ্কের জন্য ‘আতঙ্ক’ এসএমপি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১১ ১৬:৪৪:০৫

মো. এনামুল কবীর :: দলবদ্ধভাবে আতঙ্ক ছড়ানো উচ্চ শব্দের মোটর সাইকেল চালকরা সাবধান! অ্যাকশনে নামছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। রাজপথে রাজত্বের দিন সম্ভবত শেষ হতে যাচ্ছে। সেই সাথে অবসান হতে চলেছে চরম বিরক্ত অসহায় নাগরিকদের বিরক্তির দিনও।

বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিষয়টি ‘দেখবেন’ বলে জানিয়েছেন।

সিলেট মহানগরীতে ইদানিং প্রায়ই এমন বাহিনী দেখা যায়। অতিদ্রুত আতঙ্ক আর চরম বিরক্তিকর উচ্চ শব্দে তারা শুধু শুধু রাজপথই কাঁপান না, কাঁপিয়ে দেন সাধারণ মানুষের হৃদয়ও। তাদের মোটর সাইকেলের উচ্চ শব্দের অত্যাচারে অসুস্থ হয়ে পড়েন অনেক বয়স্ক ও শিশু।

মাস কয়েক আগে নগরীর শেখঘাট এলাকায় এক সদ্যজাত শিশুর কানের পর্দাও ফেটে গিয়েছিল । এমন খবর গণমাধ্যম প্রকাশ করেছে। তাদের এই বিলাসিতামূলক অত্যাচার নিয়ন্ত্রণ করার কোন উপায় এতদিন পাওয়া যায়নি। পুলিশের লোকজনও তখন বলেছিলেন ‘এদের ধরা যায়না’ ‘দ্রুত চলে যায়’ ইত্যাদি ইত্যাদি।

বুধবারের মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিষয়টির প্রতি মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিষয়টি গুরুত্বে সাথে দেখার আশ্বাস দেন।

সাংবাদিক সমাজসহ সচেতন নাগরিকেরা এই ‘দেখা’টার গতি যেনো মোটরবাইকের গতির চেয়েও বেশি হয় এমন প্রত্যাশা করছেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি২০১৭/এমইকে

শেয়ার করুন

আপনার মতামত দিন