আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

যারা মানবসেবা করেন তারা মহা-মানব: সমাজকল্যান প্রতিমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১১ ১৭:১৬:০০

সিলেট ::  সমাজ কল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ এম.পি বলেছেন, রেডক্রিসেন্ট কর্মীরা যে কোন দূর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবা করে যাচ্ছেন এটি একটি মহৎ কাজ। মানবতার সেবায় যারা কাজ করেন তারা মহা-মানব। তাই এ মহৎ কর্মের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিলেটের দুই কৃতি সন্তান বি.এম. এর কেন্দ্রীয় মহাসচিব ডা: এইহতেশামুল হক চৌধুরী ও  সহ সভাপতি অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী কে সংবর্ধনা প্রদান করা হয় ।

সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সম্মেলন কক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুরুজ্জামান চৌধুরী বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান সাবেক এম.পি হাফিজ আহমদ মজুমদার।

রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিশিষ্ট শিক্ষাবীদ ড. কবির এইচ চৌধুরী।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিএম এ কেন্দ্রীয় সহ-সভাপতি সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোর্শেদ আহমদ চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্যকরী পরিষদ সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, কামাল আহমদ, সোয়েব আহমদ, সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যান কেন্দ্রের পরিচালক ডা: সূধাময় মজুমদার, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সুহেল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সালমা সুলতানা, ডা: নূরুল ইসলাম খান, সমাজসেবা অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল এর সহকারী পরিচালক মফিজুল ইসলাম চৌধুরী, রেডক্রিসেন্ট সিলেট ইউনিট অফিসার ও সহকারী পরিচালক মো: আলাউদ্দিন, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সাহেদ আহমদ সুমিন, মুফতি খাবির, মিন্টু কুমার পাল, নুরুল ইসলাম সুহেল, তাজ উদ্দিন খান আলম, রুস্তম খান, তোফায়েল আহমেদ, রেডক্রিসেন্ট এর প্রশাসনিক কর্মকর্তা প্রার্থ সারথি দাস, যুব সদস্য মো: মিনহাজুল আবেদীন, মো: নাজিম খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান, মো: মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামীম আহমদ। গীতাপাঠ করেন জৌতিময় চক্রবর্তী।


সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৭/প্রেবি/এসডি


শেয়ার করুন

আপনার মতামত দিন