আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ, ২৬ পদে প্রার্থী ৫৬

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ০০:০৩:০৯

দিব্য জ্যোতি সী ও আনোয়ার হোসেন :: সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৭ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি)। এ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করবেন জেলা আইনজীবী সমিতির ১৪৩৯ জন ভোটার।

এ নির্বাচনকে ঘিরে জেলা বারে গত কয়দিন চলেছে জমজমাট প্রচার প্রচারনা। সমিতির প্রত্যেকটি বারে, চেম্বারে এমনকি ভোটারদের বাসায় গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ব্যাপক প্রচার-প্রচারণা শেষে আজ বৃহস্পতিবার ভোটযুদ্ধে নামতে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২ নম্বর হলের ২য় তলায় সমিতির লাইব্রেরী কক্ষে চলবে ভোট গ্রহণ।

এবছর সভাপতি পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- মো. আখতার হোসেন খান, মো. আজিজুর রহমান, মো. আব্দুস শহীদ, মো. মিনহাজ উদ্দিন খান, মো. রাজ উদ্দিন ও মোহাম্মদ লালা।

সহ সভাপতি-১ পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন- মো. শফি আহমদ, মো. সামছুল হক। সহ সভাপতি-২ পদে এবার প্রার্থী তিন জন। তারা হচ্ছেন- জেবুন নাহার সেলিম, মো. আনোয়ার হোসেন, মো. আলী হায়দার।

সাধারণ সম্পাদক পদেও এবার ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন- বর্তমান সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), হোসেন আহমদ ও মো. আব্দুল কুদ্দুছ। যুগ্ম সম্পাদকের ২টি পদে প্রতিদ্বন্দিতায় রয়েছেন- দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদ আকমল খান, মোহাম্মদ আব্দুছ ছাত্তার।

সমাজ বিষয়ক সম্পাদক পদে লড়বেন মোহাম্মদ এজাজ উদ্দিন ও রাশিদা সাঈদা খানম। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ৩জন। তারা বলেন- মো. সুহেল মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, সাহেদ আহমদ।

লাইব্রেরী সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করবেন বিকাশ রঞ্জন অধিকারী ও সিরাজ উদ্দিন খান। নির্বাচন কমিশনার পদে লড়বেন মো. আলীম উদ্দিন ও মো. এমদাদুল হক।

এদিকে সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন চৌধুরী ও  মো. নুরুল আমিন। অপর প্রার্থী মো. আবুল কালাম প্রার্থীতা প্রত্যাহার করায় এপদে আর নির্বাচন হবে না।

সহ-সম্পাদকের ৩টি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন- এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব), দিলরুবা বেগম কাকলী, প্রবাল চৌধুরী, মো. আজমল হোসেন, মোহাম্মদ ছায়াদ মিয়া, রঞ্জু দেবনাথ ও হোসাইন আহমদ শিপন।

কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে প্রার্থীতায় রয়েছেন ২০জন প্রার্থী। তারা হলেন- আক্তার উদ্দীন আহমদ টিটু, আব্দুল গফফার, আব্দুল মুতলিব চৌধুরী, এ.কে.এম. ফখরুল ইসলাম, এ.এস.এম. আব্দুল গফুর, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, তাজুল ইসলাম, দীনা ইয়াসমিন, নোমান মাহমুদ, প্রদীপ কুমার ভট্টাচার্য, ফারুক আহমদ চৌধুরী, বেদানন্দ ভট্টাচার্য, ভানু লাল চক্রবর্তী, মিছবাহ উদ্দিন চৌধুরী, মোর্তাজা আহমদ, মো. আকতার বক্স জাহাঙ্গীর, মো. আহমদ আলী, মো. আব্দুল ওদুদ, মো. আব্দুল মালেক, মো. ইলিয়াছ।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৭/এএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন