আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ১৫:০১:২৪

সিলেট :: সিলেটের কোম্পানীগঞ্জ ও উৎমা সীমান্ত এলাকায় ৩২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর রাতে পৃথক অভিযানে মদের চালান দু’টি উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায়, বিজিবি-৪৮ ব্যাটালিয়নের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত ফাঁড়ির হাবিলদার শাহাব উদ্দিনের নেতৃত্বে টহল দল সীমান্তের মাঝেরটুক এলাকায় অভিযান চালিয়ে ২২৫ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা বলে জানা গেছে। 

অন্যদিকে, উৎমায় সীমান্ত ফাঁড়ি বিজিবি’র হাবিলদার আবুল কালামের নেতৃত্বে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৪১ হাজার টাকা।

সিলেটভিউ২৪ডটকম/১২জানুয়ারি২০১৭/প্রেবি/এমইকে

শেয়ার করুন

আপনার মতামত দিন