আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাতকে শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৫-১৯ ২২:৫১:৫১

সিলেট ::  ছাতকের  জনতা মহাবিদ্যালয়ের ইংরেজী প্রভাষক, রেঁনেসা সমাজ কল্যাণ সংস্থা, পালপুরের সভাপতি ও পালপুর গ্রামের কৃতি সন্তান রুহুল করিম শিবলু এর মুক্তির দাবীতে পৃথক চারটি  মানব বন্ধন করেছে যথাক্রমে জনতা মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ, পালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ, পালপুর জালালীয়া আলীম মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ এবং রেঁনেসা সমাজ কল্যাণ সংস্থা পালপুরের সদস্য বৃন্দ।

শতশত ছাত্র-ছাত্রীদের একটাই অভিযোগ তাদের শ্রদ্ধেয় শিক্ষককে হেয় প্রতিপন্ন করার জন্য মামলা দেওয়া হয়েছে। তারা অতি সত্বর তাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষকের উপর থেকে  ষড়যন্ত্রমুলক  মামলা প্রত্যাহার করে তাদের মাঝে ফিরে পাওয়ার দাবী জানান।

বিভিন্ন মানব বন্ধনে বক্তারা বলেন, পালপুর গ্রামের একটা পরিবার এলাকায় মামলাবাজ পরিবার হিসাবে পরিচিত । এরা বিভিন্ন সময়ে মানুষকে হয়রানী করার জন্য এবং আর্থিক ও সামাজিক ফায়দা লুটার জন্য মানুষের উপর মিথ্যা মামলা করে থাকে। এদের আক্রোশের শিকার প্রিয় শিবলু স্যার।

মানববন্ধনে বক্তারা ও শিক্ষার্থীরা অবিলম্বে শিবলু স্যারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন দেওয়া হবে বলে জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৭/প্রেবি/এমকে-এম

শেয়ার করুন

আপনার মতামত দিন