আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

নগরীর পাঠানটুলা, সুবিদবাজার ও গুয়াবাড়ি খাল পরিদর্শন করলেন মেয়র আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৭ ১৬:০২:১৬

সিলেট ::  সিলেট নগরীর পাঠানটুলা, সুবিদবাজার, লন্ডনীরোড ও গুয়াবাড়ি এলাকার ছড়া, খাল, নালা ও ড্রেন পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার সকালে টানা বৃষ্টির মধ্যে মেয়র আরিফ সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা, সুবিদবাজার এলাকায় জমে থাকা হাটু পানিতে নেমে বিদ্যমান সমস্যা ও পানি আটকে থাকার প্রতিবদ্ধকতা চিহ্নিত করে খাল, নালা ও ড্রেন পরিষ্কার কাজ শুরু করেন। পরে জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন মেয়র আরিফ।

এসময় মেয়র আরিফ সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলামকে দ্রæত এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর সুবহানীঘাট, যতরপুর, মিরাবাজার সহ বেশ কয়েকটি জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত বুধবার ও শনিবার সিলেট নগরীতে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। জলাবদ্ধ এলাকায় মেয়র উপস্থিত হয়ে এলাকা পরিদর্শন করে বিদ্যমান সমস্য চিহিৃত করে ছড়া, খাল,নালা ও ড্রেন উদ্ধারে অভিযান শুরু করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৭ জুন ২০১৭/ এসসিসি/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন