আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

তিন ঘন্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৯ ১২:৫৯:২৩

কমলগঞ্জ সংবাদদাতা ::  মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুড়ছড়া এলাকায়  পাহাড় ধসের তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে মাস্টার জাফর আলম জানান, আটকাপড়া কালনি আন্তঃনগর ট্রেন ও  জয়ন্তিকা আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুড়ছড়া এলাকায়  পাহাড় ধসে সকাল ৯ টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।


সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৭/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন