আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জ বন্যার্তদের সাহায্য নিয়ে রোমানের ছুটে চলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৬ ১০:৩২:৫৭

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: বন্যা আক্রান্ত ফেঞ্চুগঞ্জ। পানির বিরুদ্ধে দাড়াতে পারছে না মানুষ। বসত ভিটা, ক্ষেত খামার পানিতে তলিয়ে গেছে। মানুষের এ বিপদে সরকারি ও ব্যক্তিগত সাহায্য নিয়ে উপজেলার একমাথা থেকে ওমাথা ছুটে চলছেন উপজেলা অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান। কাদা পানিতে হেটে কখনো নৌকা, ভেলায় করে যাচ্ছেন বন্যার্তদের বাড়ি বাড়ি। পৌছে দিচ্ছেন সরকারি ও ব্যক্তিগত সাহায্য।

শনিবার সকাল থেকে ফেঞ্চুগঞ্জ ৪নং উত্তর কুশিয়ারা ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মধ্যে পঞ্চাশ পরিবারের মধ্যে নগদ টাকা সাহায্য পৌছে দেন। বন্যার্ত ছাড়াও দরিদ্র পরিবারের মধ্যে উনার পারিবারিক তরফ থেকে নগদ টাকা তুলে দেন।

উপজেলা অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান বলেন, ঐগুলো সরকারি বরাদ্দকৃত টাকা, পৌছে দেওয়া আমার দায়িত্ব। যাতে আসলেই বন্যার্তরা পায় তাই নিজেই বাড়ি বাড়ি গিয়ে দেখে দিচ্ছি। শহিদুর রহমান রোমানের কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, এটি খুব ভালো কাজ নিজেই কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করায় সত্যি ক্ষতিগ্রস্তরা সাহায্য পাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, আমি রোমানের বিপক্ষ রাজনীতি করি কিন্তু তার এ দিনরাত ছুটে চলাকে সাধুবাদ জানাই।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৭/এফইউ/এমকে-এম

শেয়ার করুন

আপনার মতামত দিন