আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এসএমপি উত্তরের বিট কর্মকর্তাদের মাসিক মতবিনিময় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৬ ১৮:০৮:৫০

সিলেট :: রবিবার সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়ে উত্তর বিভাগের অর্ন্তগত মোট ২৮টি বিটে কর্মরত অফিসারের সহিত মাসিক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ।

সভায় কর্মকর্তাদের নিম্নবর্ণিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
 

ক) স্ব-স্ব বিটের আওতাধীন প্রতিটি পাড়া/মহল্লার নাম উল্লেখপূর্বক গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণপূর্বক একটি ম্যাপ তৈরীকরতে হবে।
খ) স্ব-স্ব বিটের অর্ন্তভূক্ত সকল জিআর/সিআর/সাজা ওয়ারেন্টের তালিকা প্রস্তুত করতে হবে।
গ) স্ব-স্ব বিটের বিভিন্ন পেশার কমপক্ষে ১০ (দশ) জন বিশিষ্ট ব্যক্তির নাম ও মোবাইল নম্বরসহ তালিকা প্রস্তুত করতে হবে।
ঘ) স্ব-স্ব বিটের ১০ (দশ) জন শীর্ষ অপরাধীর তালিকা প্রস্তুত করতে হবে।
ঙ) স্ব-স্ব বিটের ভাড়াটিয়াদের তালিকা প্রস্তুত করতে হবে।
চ) স্ব-স্ব বিটের প্রবাসীদের তালিকা প্রস্তুত করত. প্রতিনিয়ত তাদের খোঁজখবর রাখতে হবে।
ছ) স্ব-স্ব বিটের ভাড়াটিয়াবিহীন কেয়ারটেকারের তত্ত্বাবধানে থাকা মেস/বাসা/বাড়ির তথ্য সংগ্রহ করতে হবে।
জ) স্ব-স্ব বিটের সকল শিক্ষা প্রতিষ্ঠান/মসজিদ ও মন্দিরের প্রধানদের তালিকা প্রস্তুত করতে হবে।
ঝ) স্ব-স্ব বিটের আওতাধীন ওয়ার্ড/পাড়া/মহল্লায় কমিউনিটি পুলিশীং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে প্রতিমাসে ন্যূনতম একটি সভার আয়োজন করতে হবে।
.) স্ব-স্ব বিটের বহিরাগত লোক যাদের গতিবিধি সন্দেহজনক মনে হয় তাদের প্রত্যেকের নামে বি-রোল ইস্যু করতে হবে। 
ট) স্ব-স্ব বিটে কোন অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঠ)    স্ব-স্ব বিটে কোন অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে অপরাধের সহিত জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ     করতে হবে। 
ড)    স্ব-স্ব বিটের আইন-শৃঙ্খলা সংক্রান্তে গোপন তথ্য সংগ্রহপূর্বক অনতিবিলম্বে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
ঢ)    স্ব-স্ব বিটের অফিসারগণ তার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করবেন এবং তাঁদের মোবাইল নম্বর উক্ত ব্যক্তিদের প্রদান করতে হবে।
ণ)    স্ব-স্ব বিটের অফিসারগণ এলাকার সর্বস্তরের লোকদের নিয়ে জঙ্গি ও মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে।
ত)    স্ব-স্ব বিটের অফিসারগণ বাল্য বিবাহ, ইভটিজিং ও জুয়া প্রতিরোধ করার জন্য প্রতিমাসে কমপক্ষে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করতে হবে।
থ)    স্ব-স্ব বিটের অফিসারগণ এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানোসহ পাহারাদার নিয়োগের উদ্যোগ গ্রহণ করতে হবে।
দ)    স্ব-স্ব বিটের অফিসারগণ তাদের এলাকায় প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে।
ধ)    স্ব-স্ব বিটের অফিসারগণ মন্দির/মসজিদ/গীর্জা পরিদর্শন করে সার্বিক আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
ন)    স্ব-স্ব বিটের অফিসারগণ তাদের দায়িত্বাধীন এলাকায় অবৈধভাবে কোন নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করতে হবে।
প)    স্ব-স্ব বিটের অফিসারগণ তাদের দায়িত্বাধীন এলাকার উঠতি বয়সের যুবকরা যাতে পাড়া/মহল্লা/স্কুল/কলেজে আড্ডা দিতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ফ)    স্ব-স্ব বিটের অফিসারগণ তাদের দায়িত্বাধীন এলাকায় রাত ১২.০০ ঘটিকার পর কোন চা-দোকানপাট খোলা পেলে সেই দোকানদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া এ সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ বানার্জী উপস্থিত ছিলেন।

২৮টি বিটের মধ্যে ৪টি বিটের সফল কার্যক্রম পরিচালনাকারী অফিসার হচ্ছেন- ক) এসআই(নি.)/মো. গোলাম মোস্তফা ও খ) এএসআই(নি.)/৫৪৪ নূরুল আমীন(বিট নং-০১, ওয়ার্ড নং-০১, সিলেট সিটি কর্পোরেশন), ক) এএসআই(নি.)/অমর কুমার দাস ও খ) এএসআই(নি.)/বিশ্বজিত দাস (বিট নং-০৪, সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ড নং-০৯),  ক) এসআই(নি.)/মো. হুয়ামুন আজাদ ও খ) এএসআই(নি.)/মো. মনিরুজ্জামান, (বিট নং-০৭, সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ড নং-১২) এবং ক) এসআই(নি.)/মো. ইবাদুল্লাহ ও খ) এএসআই(নি.)/মো. কামরুল হাছান, (বিট নং-১০, সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ড নং-১৫) দেরকে ক্রেষ্ট এবং সার্টিফিকেট প্রদান করেন। অপরদিকে বিশেষ অভিযান পরিচালনা করে ছড়ারপাড় হতে গুরুত্বর আহত শিশুকে উদ্ধারের জন্য ১। এসআই(নি.)/মো. কমর উদ্দিন, ২। এএসআই(নি.)/মো. মনিরুজ্জামান, ৩। কনষ্টেবল/২০১৩ মিলন মিয়া, ৪। কনষ্টেবল/২৪১৩ মো. মিজানুর রহমান এবং ৫। কনষ্টেবল/২২৯৫ সজিবুল ইসলামদেরকে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) উপস্থিত স্ব-স্ব বিটের কার্যক্রম আরো গতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৭/এসএমপি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন