আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৭ ১৪:১১:১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে জেলার সার্বিক আইন-শৃংখলা বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলার ৮৭টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, জেলা পুলিশের কর্মকতা ও থানা ভারপ্রাপ্ত কর্মকতারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে জনপ্রতিনিধি ও পুলিশের করণীয় সম্পর্কে মতমত ব্যক্ত করেন ইউপি চেয়ারম্যানগণ। আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি করতে পুলিশ ও জনপ্রতিনিধিদের মাঝে সম্পর্ক জোরদার ও সমন্বয়ের ওপর গুরুত্ব তারা। 

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী, রেজাউল করিম শামীম, বুরহান উদ্দিন, আমিরুল হক প্রমুখ।  

পরে ইউপি চেয়ারম্যানদের সম্মানে মধ্যহ্নভোজের আয়োজন করে জেলা পুলিশ বিভাগ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুলাই ২০১৭/এমএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন