আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে হাওরে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৭ ১৪:৫০:২০

সুনামগঞ্জ প্রতিনিধি ::   সুনামগঞ্জের হাওরে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারকে বিনাসুদে ঋণ বিতরণ শুরু করেছে গ্রামীণ ব্যাংক।

সোমবার দুপুরে শহরের জামতলা শাখায় ঋণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের কর্মকর্তারা।

আগামী তিন দিনের মধ্যে ব্যাংকের ৫০টি শাখার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে ব্যাংকের পুর্নবাসন প্রকল্প হতে মোট ৩০ লাখ টাকা বিনাসুদে ঋণ দেওয়া হবে।

ঋণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের জোনাল ম্যানেজার মো. মফিজুর রহমান, এরিয়া ম্যানেজার আজিজুর রহমান,  ব্রাঞ্চ ম্যানেজার গোলাম কাওসার, কর্মকর্তা আবু তালেব।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুলাই ২০১৭/এমএইচ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন