আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রোদে গলে উঠছে ঢাকা-সিলেট মহাসড়কের পিচ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৭ ১৫:৩৩:১৯

সৈয়দ হাবিবুর রহমান ডিউক ::   এক টানা বৃষ্টিতে জনজীবন যখন বিপর্যস্ত হয়ে আসছিল, সেই ঘোর কেটে গত তিনদিন ধরে ভ্যাপসা গরমে প্রখর রৌদ্রে অসহনীয় হয়ে উঠছে জীবনযাত্রা।

আজ সোমবার হবিগঞ্জের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রোদের তাপমাত্রা বেশি হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের অনেকাংশে পিচ গলে যেতে দেখা যায়। পিচ গলে উঠায় যানচলাচলে বিঘ্ন ঘঠছে।

নিয়মিত মোটরসাইকেল যোগে অফিসে যোগদান করতে যাওয়া এনজিও কর্মী সায়ান জানান, পিচ গলে উঠায় সাইকেলের টায়ারের ব্যাপক ক্ষতি হচ্ছে, অনেক সময় গলা পিচের কংকিট পাথর ছিটে গিয়ে প্যান্ট ভরে যাচ্ছে।

অন্যদিকে বড় বড় যানবাহনকে ও চলতে সমস্যা ঘটছে।  এদিকে রোদের তাপমাত্রা বেশি থাকায় স্কুলের ছাত্রছাত্রী সহ পথচারীদেরকে ছাতা ব্যবহার করতে দেখা যায়।

গরম থেকে বাচতে কেউ কেউকে ডাব খেতে দেখা গেছে। অসহনীয় গরম থেকে বাচতে অনেকেই আবার বৃষ্টির প্রতীক্ষা করছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুলাই ২০১৭/এইচআরডি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন