আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বড়লেখায় জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৭ ২১:২৪:৪০

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে বড়লেখা উপজেলার সুজানগর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামের ২২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও খাবার স্যালাইন দেওয়া হয়।

সোমবার বিকেল ৪টায় ত্রাণ বিতরণ উপলক্ষে সুজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান নছিব আলীর সভাপতিত্বে ও সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, রেজোয়ানা সুমি, সদস্য আজিম উদ্দিন, জোবায়দা ইকবাল, বদরুল ইসলাম, রওনক হাসান, হাসান আহমদ, মুর্শেদ আহমদ, সৈয়দা জেরিন আক্তার, শিরিন আক্তার মুন্নি প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুলাই ২০১৭/এজেএল/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন