আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

আজ সংবাদ সম্মেলন করতে পারেন মেয়র আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৮ ০০:১৫:০০

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে রাস্তা সম্প্রসারণ কাজ নিয়ে সৃষ্ট ঘটনায় নিজের অবস্থান জানাতে সোমবার বিকালে নগরভবনে তাৎক্ষণিক প্রেসব্রিফিং করেছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এ বিষয়টি আরো বিষদভাবে ব্যাখা করতে সংবাদ সম্মেলন আয়োজন করবেন সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

সোমবার বিকাল সাড়ে ৫ টায় প্রেসব্রিফিংকালে তার বক্তব্যে পরবর্তীতে আরেকটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়েছেন। তবে রাত ১১ টা পর্যন্ত এ বিষয়ে কোন তথ্য জানানো হয়নি নগরভবন থেকে।

এ বিষয় নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন সিলেট সিটি করপোরেশন ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে সোমবার বিকাল ৩ টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নয়াসড়ক থেকে চৌহাট্টা রাস্তা সম্প্রসারণ কাজে হাসপাতাল থেকে জায়গা ছাড়ার ব্যাপারে কথা বলতে যান। এসময় তার সাথে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। সেখানে মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. শাহ আব্দুল আহাদের সাথে কাউন্সিলরদের তর্কবিতর্ক হয়।

পরে মেয়র ও কাউন্সিলররা সেখান থেকে বের হয়ে নগরভবনে চলে যান। তখন খবর পেয়ে সাংবাদিকরা উইমেন্স মেডিকেলে ছুটে গেলে মেডিকেল কর্তৃপক্ষ অভিযোগ করে ডা. মো. শাহ আব্দুল আহাদকে মারধোর করেছেন মেয়র আরিফ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ জুলাই ২০১৭/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন