আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১২ ০০:২১:২৭

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থিত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ ও পৌর মেয়র আবুল কালাম সমর্থিত সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের অনুসারীদের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার ছানার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা ইউপি চেয়ারম্যান সাহেলের প্রতি বিষেদেগার করে বলেন- সাধারণ জনগণের চাওয়া পাওয়ার সভা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ করে উপজেলার সার্বিক উন্নয়ন ব্যাহত করছে। তার অসদাচরণের ফলে উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তা সেচ্ছায় বদলি হয়ে অন্যত্র চলে গেছেন বলেও উল্লেখ করা হয় । এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান সাহেলের নির্দেশে কতিপয় সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিলে পুলিশের নিরব ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা।

সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ‚ দক্ষিণ খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন‚ ছৈলা আফজালাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ‚ ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন মাস্টার‚ উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদ‚ দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া‚ মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা‚ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হুসেন‚ ভাতগাও ইউপি আওয়ামীলীগের সভাপতি দবিরুল ইসলাম‚ সাধারণ সম্পাদক আবুল হাসনাত‚ ছৈলা আফজালাবাদ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন‚ কালারুকা ইউপি আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন‚ সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল‚ উত্তর খুরমা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড শামছুর রহমান‚ কেডিএস এনামুল হক‚ গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহমদ সরকুম‚ সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি বাবুল রায়‚ সদস্য আব্দুল হান্নান আঙ্গুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু‚ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অতুল দেব‚ সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ‚ উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া‚ যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন‚ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন‚ উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু‚ সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হুসেন রাজ‚ হাবিবুর রহমান বাবলু প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৭/এমএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন