আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১২ ১০:২৯:৫৯

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক ::  হবিগঞ্জের বাহুবলে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মুককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির মিয়া (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ওসি মাজহারুল হক বলেন, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে শুক্রবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

শনিবার সকালে আবার সংঘর্ষ হলে শতাধিক আহত হয়। আহত অনেককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কবির মিয়া মারা যান। আর সিলেট নেয়ার পথে মতিন মারা যান।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৭/বিবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন