আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বড়লেখায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোবাদি পশু ও নগদ অর্থ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১২ ১৯:৩১:০২

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে পাকশাইল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দরিদ্র মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোবাদি পশু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দুপুরে পাকশাইল ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে দরিদ্র ৫টি পরিবারের মধ্যে ১১টি গরু, ২টি পরিবারের মধ্যে ২টি ছাগল, একজন কাঠমিস্ত্রীকে হাতিয়ার প্রদান, দুজন মধ্যপ্রাচ্যগামী যাত্রীর একজনকে নগদ ৫০ হাজার ও একজনকে ৩০ হাজার টাকা এবং ৪০টি পরিবারের প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনাম উদ্দিন। ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীদুর রহমান জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আসুক আহমদ, শামীম আহমদ, ফয়সল আহমদ, ইউপি সদস্য আব্দুল মতিন কদর, আব্দুলল্লাহ আল মাহফুজ সুমন, মুহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এ বি এম বুলবুল, পাকশাইল ওয়েলফেয়ার ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা আবুল কাশেম, হাফিজ ফয়ছল আহমদ, মাসুদ আহমদ, আব্দুল কাদির, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাওলানা নোমান উদ্দিন, জামাল উদ্দিন, রাসেল আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৭/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন