আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সীমান্তিক কমিউনিটি প্যারামেডিক কোর্সের নবীনবরণ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১২ ১৯:৩৯:২০

সিলেট :: সীমান্তিক কমিউনিটি প্যারামেডিক কোর্স ২০১৭-২০১৮ সেশনের ৬ষ্ঠ ব্যাচের নবীন বরণ ও ওরিয়েন্টশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে সিলেট নগরীর মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদ, সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সীমান্তিক ম্যাটস্ এর কোর্স কোর্অডিনেটর ফজলে এলাহির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ।

ওরিয়েন্টশন ক্লাসের ক্লাসের উদ্বোধন করেন সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পি চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিক এইচ আরডি এর প্রকল্প ব্যাবস্থাপক মরিয়ম জাহান সোনালী। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পরিচালক-স্বাস্থ্য বিভাগ ডা. মামুন পারভেজ, সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম, পরিচালক শিক্ষা আব্দুর রউফ তাপাদার, প্রকল্প ব্যবস্থাপক এমদাদ হোসেন, মনিটরিং অফিসার সাইদুর ইসলাম, উপজেলা ম্যানেজার জালাল উদ্দিন, ফাইন্যান্স ইনচার্জ শফিকুল ইসলাম।

নবীণবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের সোনার বাংলার পূর্ণ বাস্তবায়নের জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ আর কমিউনিটি প্যারামেডিক কোর্স সম্পন্নকারীগণ হবে স্বাস্থ খাতের মাঠ পর্যায়ের অন্যতম সৈনিক। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলে দেশের আর্তমানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন