আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

‘অপশন হচ্ছে বিকেএসপি ও সিলেট’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ০০:০৩:৫২

সিলেট :: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচের বিকল্প ভেন্যু কোনটি সেটি নির্ধারতি হবে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার আলোচনা সাপেক্ষে। দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে টিম অস্ট্রেলিয়া।

তার আগে ১৫ আগস্ট নিরাপত্তা, লজিস্টিক ও ভেন্যু পরিদর্শনে ঢাকা আসবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই সদস্যের দল। ঢাকায় আসার পর প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম, প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা ও দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্ট্রগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে তারা ঢাকায় ফিরে ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘১৫ আগস্ট নিরাপত্তা পর্যবেক্ষক দল ঢাকায় আসার পর তাদের সাথে আলোচনা করে আমরা ভেন্যু নির্ধারণ করবো।’

জালাল ইউনুসের এমনটি বলার কারণ হলো, ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে সংকটময় সময় পার করছে বিসিবি। পূর্ব নির্ধারিত ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম দীর্ঘ দিনের জলাবদ্ধতা কাটিয়ে উঠতে শুরু করলেও টানা বৃষ্টিতে আবার তথৈবচ অবস্থায় ফিরে যাচ্ছে।

ফতুল্লায় খেলা না হলে বিকল্প কী ভেবেছেন? এ বিষয়ে তিনি বলেন, ‘যদি ফতুল্লায় খেলা আয়োজনা করা সম্ভব না হয়, তাহলে অপশন হচ্ছে বিকেএসপি ও সিলেট স্টেডিয়াম।’

তবে এই ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে দূরত্ব, ‘যদিও বিকেএসপি কিছুটা দূরে হবে। আমরা চেষ্টা করবো তাদেরকে সহজে নিয়ে যাওয়ার জন্য। আর সিলেটের কথাও আমরা তাদের জানিয়ে রাখবো। যদিও সিলেটে গিয়ে খেলে এসে আবার দু’দিন পর ম্যাচ খেলতে নামতে হবে। বিষয়টা অস্ট্রেলিয়া নাও মেনে নিতে পারে।’

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৭/ডেস্ক/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন