আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জে রুহেলা হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৯ ২৩:০৪:৫৭

গোলাপগঞ্জ প্রতিনিধি ::   গোলপগঞ্জে রুহেলা জাহান সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ২য় দিনের মত উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়।

এ সময় বাঘা ইউপি, গোলাপগঞ্জ উপজেলার ব্যবসায়ী সমাজ, রাজনীতিবিদ-সহ সর্বস্তরের জনসাধারণনের উপস্থিতি ছিল লক্ষণীয়। মানববন্ধন চলাকালে সিলেট-জকিগঞ্জ সড়কের দু’দিকে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোলাপগঞ্জ মডেল থানার একাধিক পুলিশ উপস্থিত ছিলেন।

বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী রায়হান আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম, কাপ্তাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরজমন্দ আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি মাওলানা গাজী মো. সিরাজুল ইসলাম ছুরুকী, উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের নাহিন, সিলেট করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা হিলাল আহমদ, ছাত্র নেতা হাবিবুল্লাহ দস্তগীর, বাঘা ইউপি’র সাবেক সদস্য আব্দুল কাদির সেলিম, ব্যবসায়ী সৈয়দ জাহেদুর রহমান, ব্যবসায়ী রাসেল আহমদ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ মাস্টার, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, সবুজ বাংলা যুব সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদার, প্রবীণ মুরব্বি এনাম মিয়া, সমাজকর্মী ফখরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ঘাতক রুহেলা জাহান সুমাইয়ার স্বামী সুলতানসহ সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। রুহেলার ন্যায় বিচার চেয়ে পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সাহায্য কামনা করেন অনুষ্টিত মানব বন্ধনে বক্তারা।


সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৭/এএইচ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন