আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শিগগিরই শুরু হচ্ছে এম. সাইফুর রহমান শিশু পার্কের নির্মাণ কাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-২০ ০০:১১:২১

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর মানুষকে বিশুদ্ধ অক্সিজেনের সংস্থান করে দেয়াও নগর কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। আর এ কারণে বৃক্ষরোপন ও সবুজায়নের বিষয়টিকে সিটি কর্পোরেশন গুরুত্ব প্রদান করে। নগরীতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। পাশাপাশি, নগরীর ২৭ নং ওয়ার্ডে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মানাধীন এম. সাইফুর রহমান শিশু পার্কের অসমাপ্ত নির্মাণ কাজও শিগগিরই শুরু করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।

মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার দুপুরে নগরীর ২৭ নং ওয়ার্ডে সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজসেবী আবুল কালামের সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক শাহ মোহাম্মদ বদরুজ্জামান বদরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট-এর ডেপুটি ডাইরেক্টর রফিকুল ইসলাম, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আজিজ মাসুক, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির অর্গানাইজিং সেক্রেটারী, বাইরাইন প্রবাসী সাংবাদিক এ বি এম বুলবুল, বাইরাইনের বিশিষ্ট কমিউনিটি নেতা সামছুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুদৃষ্টি সামাজিক সংগঠনের সদস্য সচিব নজির আহমদ রোশন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন ভূইয়া। বক্তব্য রাখেন সাংবাদিক মঈন উদ্দিন, ব্যাংক কর্মকর্তা নাজমুল হক, আব্দুল আলিম জুয়েল, উজ্জল চন্দ, শহীদুল হক, আদিল আহমদ, ডালিম আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন