আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে ৩৮তম বিসিএস ও জিআরই বিষয়ক সেমিনার সোমবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-২০ ০০:৫১:১৪

সিলেট :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী সোমবার (২১ আগস্ট) টুরিস্ট ক্লাব সাস্টের সহযোগীতায় ও Saifur's এর উদ্যোগে ৩৮তম বিসিএস পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি ও জিআরই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে বিসিএস সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করবেন Saifur's এর বিসিএস কোর্ডিনেটর ওবায়দুল্লাহ চৌধুরী এবং জিআরই বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিবেন Saifur's এর জিআরই এক্সপার্ট আনিস-উজ্জ-জামান।

এছাড়াও বিশেষ চমক হিসেবে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩১তম বিসিএস এডমিন ক্যাডার একজন ও ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডার একজন।

এ ব্যাপারে টুরিস্ট ক্লাব সাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল আসিফ লতিফী বলেন- 'মূলত ভ্রমণ বিষয়ক সংগঠন হলেও সামাজিক দায়বদ্ধতা ও যারা ভবিষ্যতে দেশের হাল ধরবেন, তাদের স্বপ্ন পূরণের মাধ্যমে দেশের উন্নয়নের জন্যই এধরণের প্রোগ্রাম আয়োজনে টুরিস্ট ক্লাব নি:সার্থভাবে সহযোগিতা করছে।'

অনুষ্ঠানসূচী সম্পর্কে টুরিস্ট ক্লাব সাস্টের সাধারণ সম্পাদক শাহেদ রহমান জানান- 'সেমিনারটি সোমবার বিকাল ৪.৩০ মিনিটে শাবিপ্রবির সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং সবার জন্য উন্মুক্ত।'

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন