আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জাতীয় ক্রিকেট লিগের ভেন্যু সিলেট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১২ ০০:০২:৫৮

ক্রীড়া প্রতিবেদক :: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-১৮। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই আসরের ভেন্যু তালিকায় রয়েছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম ও দ্বিতীয় টায়ারের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের ভেন্যুগুলোর মধ্যে রয়েছে- কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম।

এবার ঢাকায় জাতীয় লিগের কোনো ম্যাচ রাখা হয়নি। সবগুলো ম্যাচ হবে ঢাকার বাইরে।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর ১৯তম জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু হতে যাচ্ছে। এবার ঢাকার কোনো ভেন্যুতে খেলা হচ্ছে না। নানা কারণে ঢাকার ভেন্যুগুলো ব্যস্ত থাকবে। সে কারণে ঢাকার বাইরের ভেন্যুগুলোতে দুই টায়ারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গত বছরের নিয়মেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।’

নিয়মানুযায়ী, প্রথম টায়ারের শেষ দলটি রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় টায়ারে নেমে যাবে। আর দ্বিতীয় টায়ারের শীর্ষস্থানের দলটি প্রথম টায়ারে উন্নীত হবে।

এ ব্যাপারে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক সিলেটভিউ২৪ডটকমকে বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ আয়োজনের সিলেটে আয়োজনের বিষয়ে এখনও আমরা কিছু জানি না। তবে ম্যাচ আয়োজনের জন্য মাঠ প্রস্তুত রয়েছে।’

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৭/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন