আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে শ্বশুরবাড়ির লোকজন ধরিয়ে দিলেন ‘ভূয়া পুলিশকে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১২ ০০:০৭:৩৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে শ্বশুরবাড়ির লোকজন পুলিশের এসআই পরিচয়দানকালী এক ভূয়া পুলিশকে আসল পুলিশের হাতে সোপর্দ করেছেন। গত রবিবার নগরীর সোবহানীঘাট এলাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার পৃথ্বিমপাশা নন্দি গ্রামের ওমর আলীর ছেলে মতছির আলী (৩৫)। এর আগে ভূয়া পুলিশ পরিচয় দিয়ে তিনি বিয়েও করেন। সোমবার আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানাযায়, সম্প্রতি মতছির আলী সোবহানীঘাটে পুলিশের এসআই পরিচয় দিয়ে এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে শশুর বাড়ির লোকজনের কাছে বিভিন্ন অজুহাতে যৌতুক দাবি করে ঐ ভূয়া পুলিশ। এক পর্যায়ে সে একটি পালসার মোটর সাইকেল দাবি করে। তাকে মোটর সাইকেল কেনে দেয়া হবে বলে খবর দিয়ে সোবহানীঘাট এলাকায় আসতে বলেন। পরে মতছির সেখানে আসলে পুলিশ এসে তাকে চ্যালেঞ্জ করে এবং তার সাথে থাকা জাল আইডি কার্ডসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে কোতয়ালী থানার মামলা (১৩(৯)১৭) দায়েরের মাধ্যমে তাকে আদালতে নেয়া হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১২ সেপ্টেম্বর ২০১৭/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন