আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ১৫:৪৬:১১

সিলেট ::   মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন রানা।

মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর সভাপতিত্বে ও সন্তান কমান্ডের সদস্য সচিব দেওয়ান তারেক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার নীলকান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, কবি তুষার কর, শেখ আব্দুস সোবহান, সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, ডা. নাজরা চৌধুরী, সন্তান কমান্ডের সদস্য সৈকত আলী, জাবেদ হোসেন ময়না, আব্দুস সালাম ফারুক, ফিরুজ মিয়া, মেহদী হোসেন আলমগীর, মো. রমিজ, মো. হায়দার বাদশা, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ সলু, সামসুল ইসলাম, সেলিম আহমদ, রুবেল আহমদ, মো. রাকিব, ওমর ফারুক, আব্দুল কাদির, মো. করিম, সেলিম আহমদ, মামুন আহমদ, সেলিম আহমেদ, মো. রহিম, অ্যাডভোকেট সেজিল আহমদ, মিলন আহমদ, আদনান, তাহমিদ আহমদ, সায়েম আহমদ, সুফিয়ান, তাহসান, ওমর ফারুক, তানিম মিয়া, রুমান আলি, আবদুল মুজিব, ফয়েজ আহমেদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন