আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জের ফয়ছল হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ১৯:৫৯:১৮

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জের আলোচিত শেখ মো. ফয়ছল আহমদ হত্যা মামলার প্রধান আসামীকে মঙ্গলবার দিবাগত রাত ২টায় গ্রেফতার করা হয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বালাগঞ্জ থানা পুলিশ দায়েরকৃত মামলার (মামলা নং-০১, তারিখ: ০১ জুলাই ২০১৭ইং) এজাহারভূক্ত ১নং আসামী আছলিম মিয়া ওরফে গেদাই (৪৭)কে স্থানীয় কালিবাড়ি বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

সে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের কাজীপুর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র।

গ্রেফতার অভিযানকালে মামলার তদন্ত কর্মকর্তা বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল বাশার মো. বদরুজ্জামান উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত আসামী গেদাইকে বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনুমানিক গত ২৩ জুন থেকে ২৫জুন সকাল পর্যন্ত সময়ের মধ্যে বালাগঞ্জ সদর ইউনিয়নের মজলিসপুর গ্রামের শেখ মো. লাল মিয়ার পুত্র ভাঙ্গারি ব্যবসায়ী শেখ মো. ফয়ছল আহমদ (৩২) হত্যাকাণ্ডের শিকার হন। বালাগঞ্জ থানা পুলিশ গত ২৫জুন স্থানীয় হাওর থেকে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে গত ১জুলাই হত্যাকাণ্ডের শিকার শেখ মো. ফয়ছল আহমদের বড়ভাই শেখ আব্দুল হান্নান বাদি হয়ে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০১।

এ দিকে মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী গেদাই থানা পুলিশের জিজ্ঞাসাবাদ এবং পরবর্তীতে আদালতে শেখ ফয়ছল হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেছে বলে জানা গেছে। এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল বাশার মো. বদরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, প্রধান আসামী গেদাই বুধবার আদালতে শেখ মো. ফয়ছল আহমদ ‘হত্যাকাণ্ডের সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেছে’।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/জেআরজে/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন