আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বড়লেখায় চোরাই মোবাইল ফোন ক্রেতার সূত্রধরে ৩ চোর গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ২০:০৩:৫৯

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় চোরাই মোবাইল ফোন ক্রেতার সূত্রধরে পুলিশ মঙ্গলবার রাতে ৩ চোরকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে-উপজেলার কাঠালতলী গ্রামের জহির উদ্দিন (৪০), সিরাজ উদ্দিন ও পুর্বদক্ষিণভাগের রাজু আহমদ। থানার সেকেন্ড অফিসার এস.আই অমিতাভ দাস তালুকদার তাদেরকে গ্রেফতার করেন।

বুধবার বিকেলে জহির উদ্দিন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রাতে উপজেলার কাঠালতলীবাজারের সাদিয়া ফেন্সি এন্ড টেলিকমের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা চালা কেটে ভিতরে প্রবেশ করে মোবাইল ফোনসেট, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিক রাসেল আহমদ অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ দুইটি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করে। পরে ক্রেতার দেয়া তথ্যে পুলিশ ৩ চোরকে আটক করে।

কড়লেখা থানার সেকেন্ড অফিসার এস.আই অমিতাভ দাস তালুকদার জানান, আটক জহির উদ্দিন আদালতে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন