আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রোহিঙ্গাদের মাঝে ইউকে প্রবাসীদের খাদ্য ও বস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ২০:০৫:৫৯

সিলেট :: বর্বর অত্যাচার ও নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমানদের ত্রাণ দিয়ে সহযোগীতা করেছেন সিলেটের প্রবাসীবৃন্দ। বুধবার টেকনাফের উখিয়া কুতুপালং রিফিউজি ক্যাম্পে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন ইউকে প্রবাসীবৃন্দ।

ইংল্যান্ড প্রবাসী রফিক উদ্দিন ও এম. আব্দুল মুকিতের আর্থিক সহযোগিতায় এ ত্রাণ প্রদান করা হয়।

ত্রাণ বিতরণকালে প্রবাসী রফিক উদ্দিন ও এম আব্দুল মুকিত বলেন- রোহিঙ্গা মুসলমানরা আমাদেরই স্বজন। মানবিক দায় থেকেই তাদের সহযোগিতা প্রদানে সকলকে এগিয়ে আসতে হবে। মায়ানমার সরকারের এমন নিন্দনীয় আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন- রোহিঙ্গাদের রক্ষায় বিশ্ব নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রবাসী রফিক উদ্দিন, এম. আব্দুল মুকিত, সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ, কক্সবাজার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তাওহীদ আহমেদ সিপার।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন