আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে ভোক্তা অধিকারের ৫২৫ অভিযান, ৯১ লাখ টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৪ ০০:০৪:৩১

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগের চার জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত এক বছরে ৫২৫টি অভিযান চালিয়েছে। এছাড়া ৮২টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এসব অভিযান ও অভিযোগ নিষ্পত্তি করে ৯১ লাখ ২০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, ২০১৬-১৭ অর্থবছরে পরিচালিত অভিযানগুলোর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৭ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, চলতি অর্থবছরে সিলেট শহর, চার জেলা এবং সকল উপজেলায় ৩শ’টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের অংশগ্রহণে চারটি গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৭/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন