আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে সিলেট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৪ ০০:০৭:০১

ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসর শুরু হচ্ছে শুক্রবার । এ দিন রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট। প্রথম রাউন্ডের দ্বিতীয় টায়ারে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়বে সিলেট।

এদিন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টায়ারের ম্যাচে রংপুর বিভাগের মুখোমুখি হবে গেল আসরের চ্যাম্পিয়ন দল খুলনা। প্রথম টায়ারের অপর ম্যাচে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা বিভাগের মুখোমুখি হবে বরিশাল বিভাগ।

প্রথম রাউন্ডের দ্বিতীয় টায়ারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোপোলিসের বিপক্ষে খেলতে নামবে চট্টগ্রাম বিভাগ।

তিন দিন বিরতির পর জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড ২২ সেপ্টেম্বর শুরু হবে। প্রথম টায়ারে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে খেলবে বরিশাল। প্রথম টায়ারের অপর ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হবে রংপুর বিভাগ।

এদিকে দ্বিতীয় টায়ারে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা মেট্রোপোলিসের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। এছাড়া অপর ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী বিভাগ।

ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগে প্রথম টায়ারের শেষ দলটি রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় টায়ারে নেমে যাবে। আর দ্বিতীয় টায়ারের শীর্ষস্থানের দলটি প্রথম টায়ারে উন্নীত হবে। এবার সিলেটসহ পাঁচটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। তবে ঢাকায় কোনো ম্যাচ হবে না।

সিলেটভিউ২৪ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৭/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন