আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে ৩০ বোতল বিদেশী মদ আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৪ ১২:৫৫:২০

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট থানার সুরাইঘাট এলাকার কালিনগর থেকে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল বিদেশী মদ আটক করেছে বিজিবি। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই বিদেশী মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের সিজার মূল্য আনুমানিক ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্ত্বিতে খবর পেয়ে সুরাইঘাট বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নুর আক্তার এর নেতৃত্বে একটি টহল দল মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল বিদেশী মদ আটক করে।বিজিবি টহল দলের উপস্থিতি আচ করতে পেরে মাদক পাচারকারীরা মদ গুলি ফেলে দ্রুত রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে বিজিবি সুত্রে জানানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৭/বিজিবি/এমকে-এম

শেয়ার করুন

আপনার মতামত দিন