আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রাস্তার জন্য দেওয়াল ভেঙে যায়গা দিল নুরজাহান হাসপাতাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ০০:০৭:৪৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চৌহাট্টা পয়েন্ট থেকে আম্বরখানা পয়েন্ট। যানজট যেন এই সড়কের নিত্যদিনের সঙ্গী। এই সড়কেই অবস্থিত হযরত শাহজালাল (রহ.) মাজারের মুল ফটক। প্রতিনিয়ত দেশী-বিদেশী পর্যটক ও ভক্তদের আগমণে এই এলাকায় যানজট আরো বেড়ে যায়।

এবার চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক প্রশস্থকরনের কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার দরগাগেইট এলাকায় নুরজাহান হাসপাতালের সামনের দেওয়াল ভেঙ্গে কার্যক্রম শুরু করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

আর এই রাস্তা সম্প্রসারণের জন্য নিজেদের যায়গা সিটি করপোরেশনকে ছেড়ে দিয়েছে সিলেটের নুরজাহান হাসপাতাল কতৃপক্ষ।

এ ব্যপারে নুরজাহান হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম আহমদ বলেন- সিলেট নগরীর ব্যস্ততম দরগাহ গেইট এলাকার রাস্তা সম্প্রসারণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তাই, এই রাস্তা সম্প্রসারণের জন্য আমরা আমাদের বহুতল ভবনের সামনের ব্যক্তিগত যায়গা ছেড়ে দিয়েছি। এছাড়া সিটি করপোরেশন যখন ভবনের সামনের দেওয়াল ভেঙেছে তখন নিজে সামনে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করেছি।

সিটি করপোরেশনের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যতেও জনস্বার্থে এমন যেকোন উদ্যোগে সহায়তার আশ্বাস দেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন