আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে চলছে ঢিলেঢালা হরতাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১১:০১:১০

নিজস্ব প্রতিবেদক :: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা হতে কোথাও কোনো হরতাল পালনের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।

এদিকে সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি ফলিক আহমদ সেলিম বলেন,  আমাদের পরিবহন শ্রমিকরা এই হরতাল প্রত্যাখ্যান করে গাড়ি চালাচ্ছে। কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। বাস-ট্রাক চলাচল করছে। রিকশা-ভ্যান, সিএনজি-অটোরিক্সা স্বাভাবিক গতিতে চলাচল করছে। চলছে ট্রেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে স্বাভাবিক ক্লাস। তবে ঢাকাসহ দুরপাল্লার কোচ ছেড়ে যায়নি কোনো কাউন্টার থেকে।

এদিকে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বাড়তি পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে কোথাও কোনো মিছিল-সমাবেশের খবর জানাতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ।

উল্লেখ্য যে, দলের আমির, নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে যুদ্ধপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের কথা জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১২অক্টোবর২০১৭/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন