আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হরতালের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের মিছিল সমাবেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১৪:১১:১৪

নিজস্ব প্রতিবেদক :: বৃহস্পতিবার সারাদেশে যুদ্ধপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার এবং সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।

সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন- এদেশে জামায়াত কোন রাজনৈতিক সংগঠন নয়, এরা জঙ্গী সংগঠন। তাদের ডাকা অবৈধ হরতাল এদেশের মানুষ  মানেনা। ভবিষ্যতেও মানবে না। এদেরকে প্রতিহত করতে সর্বদা সক্রিয় থাকবে সিলেট মহানগর ছাত্রলীগ।

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার বলেন- যে দেশের প্রধানমন্ত্রী ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাব পেয়েছেন সেই দেশকে অশান্ত করতে হরতাল ডেকেছে যুদ্ধপরাধীদের দল জামায়াত। তবে হরতালে সিলেটে তারা কোন কার্যক্রম করতে পারেনি। তাদের বিরুদ্ধে রাজপথে ছিল ছাত্রলীগ।

সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/ডিজেএস


শেয়ার করুন

আপনার মতামত দিন