আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে শত্রুতার জের ধরে হাস নিধন, নি:স্ব খামারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১৪:৩৬:৪৮

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: অন্যায়ের প্রতিবাদ করায় খামারির হাসে উপর প্রতিশোধ নিয়েছেন স্থানীয় প্রভাবশালী মহল।

অভিযোগে জানা যায়, ফেঞ্চুগঞ্জ তিন নং ঘিলাছড়া ইউনিয়নের মাইজবাগ গ্রামের আব্দুস সালাম ও নিলু মিয়া ঋন তুলে হাস খামার গড়ে তুলেন। খামার থেকেই তাদের সংসার চলতো।

কিন্তু স্থানীয় প্রভাবশালীদের প্রয়োগ কর বিষে মারা যায় তাদের শতাধিক হাস ও লুট হয় আরো চার শতাধিক হাস!

খামারি আব্দুস সালাম জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয় এডভোকেট সিরাজুল ইসলামের ক্ষেতে গেলে অভিযুক্ত রুহেল মিয়া, দরছ আলী, নাহিদ মিয়ারা ধানের সাথে বিষ মিশিয়ে শতাধিক হাস মেরে ফেলে। বাকি আরো চার শতাধিক হাস রুহেল মিয়ার বাড়িতে নিয়ে যায়।

আব্দুস সালাম আরো বলেন, অভিযুক্ত রুহেল মিয়া গং রা এলাকার ত্রাস তাদের ভয়ে কেউ মুখ খোলে না। অভিযুক্ত দরছ আলী একটি হত্যা মামলার আসামীও।

প্রায় পাচ শতাধিক হাস হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন এ দুই খামারি। সাথে আছে এনজিও এর ঋনের বোঝা।

আব্দুস সালাম বলেন, আমরা স্থানীয় মুরব্বিয়ানরা হাসগুলো উদ্ধার করতে ব্যর্থ হলে আমি মৃত হাস নিয়ে ফেঞ্চুগঞ্জ থানায় এসে  উল্লেখিত নাম দিয়ে অভিযোগ করি।

ফেঞ্চুগঞ্জ থানার এস,আই অমৃত কুমার জানান, অভিযোগ তদন্ত করেছি। হাস রোগে না বিষে মারা গেলো তা পরিক্ষার পর ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/এফইউ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন