আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগীতা শুরু আগামীকাল থেকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১৪:৪১:৫৭

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগীতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর আয়োজনে ‘৬ষ্ঠ ডাটাক্রাফট এসইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগীতা-২০১৭’ আগামীকাল থেকে শুরু হয়ে ২১ অক্টোবর পর্যন্ত চলবে।

দুই পর্বে এ আয়োজনের প্রথম পর্বে সিলেট বিভাগের কলেজ গুলোকে নিয়ে ‘৪র্থ সিলেট বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা’ কলেজ পর্ব। এবং ২০ ও ২১ অক্টোবর বাংলাদেশের ২৯ টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হবে আন্ত:বিশ্ববিদ্যালয় পর্ব। বৃহস্পতিবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন আয়োজনের আহ্বায়ক সেলিম আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন- এসইউডিএস এর সভাপতি জান্নাতুন তাজরীন, সহ-সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক নুর-ই-জান্নাতসহ সংগঠনের সদস্যরা।

লিখিত বক্তব্যে সেলিম আহমেদ জানান, আগামীকাল সকাল ৯টায় এম. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ২ নং গ্যালারিতে বিতর্ক প্রতিযোগিতাটির উদ্বোধন হবে। কলেজ পর্বে সিলেট বিভাগের ৩টি জেলার ১৪টি কলেজের ২০টি দল অংশ নিচ্ছে। এছাড়াও এদিন সংগঠনটির নিয়মিত প্রকাশনা ‘অরিত্র’ এর মোড়ক উন্মোচিত হবে।

অন্যদিকে ২০ অক্টোবর থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হবে। এ পর্বে বাংলাদেশের ২৯ টি বিশ্ববিদ্যালয় এর ৩২টি দল অংশ নিচ্ছে। ২১ তারিখ শনিবার কলেজ ও বিশ্ববিদ্যালয় উভয় পর্বের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ডাটা ক্রাফট।

সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/এমকে/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন