আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ার উন্নয়নে হার্ডলাইনে যাচ্ছে প্রশাসন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১৪:৪৯:১৭

শাকির আহমদ, কুলাউড়া প্রতিনিধি :: ২০৩০ সালের মধ্যে কুলাউড়াকে সবুজের অবয়ারণ্য আর সকল অযাচিত অনিয়মকে নস্যাত করতে শিঘ্রয়ই কোমর বেঁধে মাঠে নামছে উপজেলা প্রশাসন ও কুলাউড়া থানা।

এরকম প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা।

ইউএনও চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী বলেন, কুলাউড়া উপজেলাকে সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ করতে যা যা পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে আমরা তা বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর। চ্যালেঞ্জিং এই কাজে কুলাউড়াবাসীর সহযোগীতা চাই। এক্ষত্রে কুলাউড়ার উন্নয়নের স্বার্থে স্থানীয় জনপ্রতিনিধিদের ঐক্যের কোন বিকল্প নাই।

পৌর শহরে যানঝট সমস্যা, অবৈধ ফুটপাত দখল, রাস্তার পাশে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা, ব্যবসায়ীদের দোকানের বাইরে মালামাল রাখা ইত্যাদি বিষয়ে বিভিন্ন সামাজিক, পরিবহন, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা খুব শিঘ্রই আলোচনা করবো। উনাদের মতামত ও পরামর্শ আমরা গুরুত্বের সাথে বিবেচনা করবো। তবে কুলাউড়ার সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে এবং সুন্দর আগামী বিনির্মাণে সকলের আইনের প্রতি শ্রদ্ধাশীল ভুমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রতি বছর বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারনে এমনটি হচ্ছে। সেক্ষেত্রে কুলাউড়া উপজেলায় এক বছরের মধ্যে আমরা এক লক্ষ তাল গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। যানঝট নিরসনে  কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফের ভুমিকার প্রশংসা করে তিনি বলেন, জানঝট নিরসনে উনি বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছেন, আমরাও উনাকে সহযোগীতা করবো।

অফিসার ইনচার্জ মো. শামীম মুসা বলেন, ব্যক্তি স্বার্থ কিংবা কোন বিশেষ সংগঠনের স্বার্থ বিবেচনা না করে সাধারণ জনগনের কথা বিবেচনায় আনা এখন সময়ের দাবি। দেশ এগিয়ে যাচ্ছে। কুলাউড়া সে তুলনায় পিছিয়ে আছে। কুলাউড়াকে সুন্দর করতে এবং যানজট নিরসনে অগ্রণী ভুমিকা পালনে আমরা শক্ত অবস্থান নিবো। এতে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করছি।

‘গ্রীন কুলাউড়া, ক্লিন কুলাউড়া’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের দেয়া ভিশন ‘এসডিজি’ (সাসট্যানেভল ডেভলপমেন্ট গোল) এর আওতায় কুলাউড়াকে অর্ন্তভুক্তিকরনের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন উনারা।

বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী ফুয়াদ, নিউ নেশন প্রতিনিধি ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম মছব্বির আলী, উত্তরপূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুস, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, দি বাংলাদেশ টুডে ও সিলেটভিউ২৪ডটকম প্রতিনিধি শাকির আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সম্পাদক এইচ ডি রুবেল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা পিআইও শিমুল আলী, পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, পূর্বপশ্চিমবিডিনিউজ এর জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, সাপ্তাহিক অর্থকালের জেলা প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/এসএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন