আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মাষ্টার্স চালুর দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১৬:৪৪:২৫

মৌলভীবাজার প্রতিনিধি ::   মৌলভীবাজার সরকারি কলেজে দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের মাষ্টার্স কোর্স চালুর দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইমদাদুল হকের সভাপতিত্বে ও আশরাফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কলেজের ছাত্র সংসদ নির্বাচন, ৮দফা দাবির  উপস্থাপক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)।

এছাড়াও বক্তব্য রাখেন মহসীন আহমদ, আব্দুল আউয়াল, কামরুল ইসলাম, ইসমাইল হোসেন সাজু প্রমুখ।

বক্তারা বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে ১৬টি বিষয়ের মধ্যে ১৪টি বিষয়ে অনার্স ও মাষ্টার্স কোর্স চালু থাকলেও ২টি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু নেই। তাই অবিলম্বে এই দুইটি বিষয়ে মার্ষ্টাস কোর্স চালু করার দাবি জানান।

সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/এএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন