আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মানবজমিনের ফটো সাংবাদিক লাঞ্চিত: বিপিজেএ সিলেটের নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১৭:৪৫:০১

সিলেট ::   বাংলাদেশের দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক নাসির উদ্দিন ও জনকন্ঠের জীবন ঘোষ লাঞ্চনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘বিপিজেএ’ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক শংকর দাস এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ সার্জেন্টের অসৌজন্যমূলক আচরণ সমগ্র বাংলাদেশের ফটো সাংবাদিকদের ক্ষুব্ধ করেছে। যে আচরণ একজন সুন্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে আশা করা যায় না।

যদি অবিলম্বে নাসির উদ্দিন ও জীবন ঘোষের সাথে অশুভ আচরণকারী সার্জেন্টের বিরুদ্ধে দৃষ্ঠান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হব।    


সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন